spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

এবারের দোলে সবার মনে দোলা দেবে ‘বলরাম কান্ড’! ট্রেলার মুক্তিতেই উন্মাদনার পারদ যেন আকাশ ছুঁয়েছে !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

দোল উৎসবে রঙের সঙ্গে রঙিন হতে চলেছে নতুন বাংলা সিনেমা ‘বলরাম কান্ড’! আজ, ৬ই ফেব্রুয়ারি মুক্তি পেল ছবির প্রথম ট্রেলার, আর তা দেখেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। কলকাতায় অনুষ্ঠিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রজতাভ দত্ত, গার্গি রায়চৌধুরী , অ্যাশ্যরিয়া ও পরিচালক সপ্তস্য বসু সহ গোটা টিম।

ভিন্ন স্বাদের গল্প, প্রথমবার বাংলায় নৈনিতালের শুটিং করে ‘বলরাম কান্ড’ এক ব্যতিক্রমী গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি । ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা রজতাভ দত্ত জানিয়েছেন, “এর আগে বাংলার কোনো ছবির শুটিং নৈনিতালে হয়নি। ‘বলরাম কান্ড’ সেই প্রথম ছবি যা নৈনিতালের অপরূপ সৌন্দর্যে ক্যামেরাবন্দি হয়েছে।” গল্প যেমন ইন্টারেস্টিং, তেমনই আবেগঘন, যা দর্শকদের মনে দাগ কাটবে।

অন্যদিকে পারিবারিক বিনোদনে এক দুর্দান্ত অভিজ্ঞতা এমনটা জানিয়েছেন ছবির নির্মাতা , ‘বলরাম কান্ড’ এক সম্পূর্ণ পারিবারিক বিনোদনের প্যাকেজ, যা হাসি, আবেগ ও চমকের মিশেলে দর্শকদের মন জয় করবে। ট্রেলারেই ঝলক মিলেছে ছবির আকর্ষণীয় গল্প ও চরিত্রগুলোর, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

শীতের প্রস্থান আর গ্রিসের আগমনে টলিউডে ফিরছে পুরনো ছন্দ ধীরে ধীরে  তার পুরনো সোনালি দিনে। নতুন প্রজন্মের নির্মাতারা এমন গল্প নিয়ে আসছেন, যা আমাদের নিত্যদিনের জীবনের বাস্তবতার সঙ্গে মিল রেখে তৈরি। ‘বলরাম কান্ড’ সেই ধারারই এক অনন্য সংযোজন, যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে।

দোলের আনন্দ এবার হবে দ্বিগুণ—একদিকে রঙ, অন্যদিকে ‘বলরাম কান্ড’-এর রোমাঞ্চ! এখন শুধু অপেক্ষা বড় পর্দায় এই দুর্দান্ত গল্প দেখার।

এবারের দোলে সবার মনে দোলা দেবে ‘বলরাম কান্ড’! ট্রেলার মুক্তিতেই উন্মাদনার পারদ যেন আকাশ ছুঁয়েছে !

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks