spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

বেদ – বেদান্তয়ে  আন্তর্জাতিক কলকাতা বই  মেলার নবম দিন !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

ত ৫ই ফেব্রুয়ারী প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হলো নবম দিনের ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫। এদিনের অনুষ্ঠানের তালিকায় থাকা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এককভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, কলকাতার অন্যতম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট কলকাতার অধ্যাপক ড: রমা প্রসাদ ব্যানার্জির লিখিত দুটি বৈদিক জ্ঞান ভিত্তিক বইয়ের আনুষ্ঠানিকভাবে প্রকাশনা অনুষ্ঠান।

হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ  “বেদ”। এই বেদ অনুসারে মূল উক্তি গুলির মধ্যে অন্যতম – একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি – অর্থাৎ, সত্য এক, কিন্তু বিদ্বানগণ তাকে বিভিন্ন নামে অভিহিত করেন। বলাবাহুল্য, সেই উদাহরণস্বরূপ বাস্তবে পাঠক মহলের সামনে অধ্যাপক ড : রমা প্রসাদ ব্যানার্জি  উপস্থিত করলেন সহজ সরল ভাষায় বৈদিক জ্ঞান এর উপর ভিত্তিমূলক “Vedas” এবং বেদস্থান নামক দুটি বই।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ মূল্যবান বক্তব্য রাখলেন শিক্ষা প্রতিষ্ঠানের  সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে। অন্যদিকে, অধ্যাপক ড:  রমা প্রসাদ ব্যানার্জী বই বিষয়ক সহজ বাখ্যা  রাখলেন। আমন্ত্রিত বিশিষ্টবর্গের ব্যক্তি মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন :  অধ্যাপক ড.  রমা প্রসাদ ব্যানার্জি, চেয়ারম্যান ও পরিচালক, ইআইআইএলএম-কলকাতা ।কুশল চৌধুরী, দক্ষিণেশ্বর কালী মন্দিরের ট্রাস্টি, লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মাতৃশক্তি পত্রিকার সম্পাদক । মিসেস রোজান আর. টেলর, (বিশিষ্ট লেখক, মার্কিন যুক্তরাষ্ট্র)।আবির চ্যাটার্জি  (প্রখ্যাত অভিনেতা )।রূপক বড়ুয়া, (ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল লিমিটেড )।অধ্যাপক ড. মার্ক এইচ. টেলর, (পরিচালক, লিন পিপেঞ্জার স্কুল অফ অ্যাকাউন্টেন্সি)।মিসেস লাকি কুলকার্নি, (ডিরেক্টর এবং গ্রুপ হেড এইচআর, ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য জিনা অ্যান্ড কোম্পানি)।জনাব এস.কে. দত্ত (অক্সন), (প্রধান উপদেষ্টা এবং পরামর্শদাতা, ই আই আই এল এম -কলকাতা, ভারত)।

 দেশ – বিদেশের বিশিষ্ট  ব্যাক্তিসমূহের  মূল্যবান আলোচনা ও বেদ জ্ঞান বিতরনে স্বগর্বে  পরিবেশিত হলো। পরিশেষে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সমাপ্ত এক মনোগ্রাহী সন্ধ্যানুষ্ঠান।       

                                                           

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks