কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
২০১৬ SLST শিক্ষক নিয়োগের দাবিতে ফের উত্তাল কলকাতা। আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে আন্দোলনরত ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দাবিতে কালীঘাট অভিযানের কর্মসূচি গ্রহণ করেছিল। তবে, মিছিল শুরু হওয়ার আগেই ময়দান মেট্রো গেট নম্বর ১-এর সামনে থেকে আন্দোলনকারীদের পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তুলে দেয়।
পুলিশের অনুমতি না পেয়েই কালীঘাট অভিযানের চেষ্টা
জানা গেছে, আন্দোলনকারীরা কালীঘাট অভিযানের জন্য পুলিশের কাছে ইমেল মারফত অনুমতি চেয়েছিলেন, কিন্তু তা মঞ্জুর করা হয়নি। এরপরও পুনরায় আবেদন করা হলেও অনুমতি মেলেনি। তার পরেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক-শিক্ষিকারা জমায়েত হন এবং মিছিলের প্রস্তুতি নেন।
আন্দোলনকারীদের লালবাজার-সহ বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হল
আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের লালবাজার, হেস্টিংস, তালতলা-সহ বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে, এতে আন্দোলনকারীরা দমে যাননি। পুলিশি ধরপাকড়ের পরপরই বাকি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ধর্মতলায় অবরোধ শুরু করেন।
মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না মিললে মাধ্যমিক বয়কটের হুঁশিয়ারি
আন্দোলনরত শিক্ষকদের দাবি, আগামীকালকের মধ্যে যদি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ না করেন, তবে ২০১৬ SLST পাস করা শিক্ষকরা কেউ মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব পালন করবেন না।
পুলিশি বাধা সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। এখন দেখার, এই পরিস্থিতিতে রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে।