কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির উদ্যোগে কলকাতার রবীন্দ্রসদনে শুভ সূচনা হলো নাট্য মেলার। ৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নাট্য উৎসব চলবে আগামী ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সভাপতি দেবশঙ্কর হালদারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
রাজ্যের বিভিন্ন জেলায় নাট্য উৎসব,এবং এ শুধু কলকাতার রবীন্দ্রসদনেই নয়, হাওড়া, হুগলি, দার্জিলিং, উত্তর ২৪ পরগনাসহ রাজ্যের আরও বেশ কয়েকটি স্থানে চলবে এই নাট্য মেলা। রাজ্যের নাট্যপ্রেমীদের জন্য এটি এক বিশেষ সাংস্কৃতিক মিলনক্ষেত্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
অন্যদিকে নানা আঙ্গিকের নাট্য পরিবেশনা প্রয়াসে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির এই বিশেষ উদ্যোগে থাকছে পূর্ণাঙ্গ নাটকের পাশাপাশি শ্রুতি নাটক ও পুতুল নাটকেরও পরিবেশনা। দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা ধরনের নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সভাপতি দেবশঙ্কর হালদার, শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হর ভট্টাচার্য এবং অর্পিতা ঘোষ মহাশয়া। তাঁদের উপস্থিতিতে এই নাট্য মেলা এক গৌরবময় সাংস্কৃতিক আসরে পরিণত হয়েছে।
এমন এক মহতী উদ্যোগের মাধ্যমে বাংলা নাটকের ঐতিহ্য ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলে আশা করা যায় ।