কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে গ্রেফতার ৩। ধৃতদের নাম সন্তোষ সাহানি, জিতেন্দ্র কুমার এবং মনোজ কুমার।
যোগী রাজ্য থেকে আনা হয়েছিল অস্ত্র। উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো গাড়ি নিয়ে কলকাতায় এসেছিলেন অস্ত্র ব্যবসায়ীরা। উদ্ধার হয়েছে একটি ৯ এমএম এবং একটি ৭ এমএম পিস্তল সহ ১৭ রাউন্ড কার্তুজ। অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ যুবক। গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। শুক্রবার মাঝরাতে বড়বাজার এলাকায় অভিযান চালায় এসটিএফ। ধৃতদের কাছ থেকে একটি ৯ এমএএম পিস্তল, একটি ৭ এমএম পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং একটি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। আজ, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। ধৃত ৩ যুবকের বিরুদ্ধে এসটিএফ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।