কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
দীর্ঘ ২৬ বছর পর দিল্লির ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৭টিতে এগিয়ে রয়েছে, যেখানে আম আদমি পার্টি (আপ) ২৩টিতে এগিয়ে।
৫ ফেব্রুয়ারি দিল্লির বাসিন্দারা ভোটাধিকার প্রয়োগ করেন, যার ফলাফল আজ প্রকাশিত হবে। এই নির্বাচনে আপ তাদের ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই করলেও বিজেপি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। এছাড়া, কংগ্রেসও তাদের দীর্ঘদিনের পরাজয়ের ধারা ভাঙার চেষ্টা করছে।
নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ৭০টি আসনে মোট ভোটার উপস্থিতি ছিল ৬০.৪২ শতাংশ। এর মধ্যে উত্তর-পূর্ব দিল্লিতে সর্বোচ্চ ৬৬.২৫ শতাংশ ভোট পড়ে, যেখানে দক্ষিণ-পূর্ব দিল্লিতে এই হার ছিল ৫৬.১৬ শতাংশ।
নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নতুন দিল্লি আসনে আপের অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপির প্রবেশ ভার্মার মধ্যে লড়াই হয়। কালকাজি আসনে আপের আতিশি, বিজেপির রমেশ বিধুরি এবং কংগ্রেসের অলকা লাম্বার মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়। জঙ্গপুরা আসনে আপের মণীশ সিসোদিয়া এবং করাওয়াল নগরে বিজেপির কপিল মিশ্র প্রার্থী ছিলেন।
এই নির্বাচনের ফলাফল দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। বিজেপি যদি সরকার গঠন করে, তবে এটি হবে ১৯৯৮ সালের পর তাদের প্রথম দিল্লি বিজয়।