spot_img
35 C
Kolkata
Saturday, May 10, 2025
spot_img

পায়ে পায়ে ৫০ – এ ! বিদেশের মাটিতে বাংলায় ” কল্লোল “

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

ন্তর্জাতিক কলকাতা বইমেলার একাদশতম দিনে এসে গত ৭ই ফেব্রুয়ারী সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের “কল্লোল” – এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হল।

“মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা” – অতুলপ্রসাদ সেনের এই জনপ্রিয় গানের লাইনটি সমগ্র বাঙালিকে বাংলা ভাষার অমৃত আবরণে আজও আবৃত করে রেখেছে কল্লোল তারই সাক্ষী।

সাত সমুদ্র তের নদীর পাড়ে কর্মসূত্রে বা শিক্ষার্জনে আমাদের দেশের বহু মানুষদের যেতে হয়েছে বারংবার ।পাকাপাকিভাবে হয়েছে বসতিও। তবুও তারা সঙ্গে করে নিয়ে যেতে ভুলে যায়নি বাংলা ভাষা ও বাঙালিয়ানাকে । তার মধ্যেই অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীন ও বিশিষ্ট বাঙালি সাংস্কৃতিক সংগঠন কল্লোল। ১৯৭৫ সালে কেবলমাত্র ২৪ জন সদস্যের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও বাঙালির ঐতিহ্যকে লালন করার উদ্দেশ্যে জন্ম নিয়েছিল কল্লোল। আজকে পায়ে পায়ে ৫০ – এ পৌঁছেছে কল্লোল এর যাত্রা। নিউ জার্সি ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চলে প্রসারিত কল্লোলের জনপ্রিয়তা। বাঙালিয়ানা ঐতিহ্যের পাশাপাশি নানান জনহিতকর কাজের জন্য কল্লোল সুপরিচিত।

এদিন সন্ধ্যায় আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গনে অবস্থিত প্রেস কর্ণারে অনুষ্ঠিত হলো কল্লোলের সুবর্ণ জয়ন্তী। অতিথি আসন সমৃদ্ধ করলেন, কল্লোল -এর প্রেসিডেন্ট পিনাকী দত্ত ,বিশিষ্ট কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়,জনপ্রিয় বাচিক শিল্পী শোভনসুন্দর বসু,বিশিষ্ট সাংবাদিক এবং লেখিকা অদিতি বসু রায়,সহ উপস্থিতি দেখা গেল ডগলাস ডি সিলভা -র অবসরপ্রাপ্ত জনপ্রিয় ব্রাজিলিয়ান পেশাদার ফুটবলার।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন, জনপ্রিয় বাচিক শিল্পী এবং সঞ্চালিকা পিয়ালী পাঠক।

অন্যদিকে কল্লোলের সমগ্র যাত্রা পথের ইতিহাসকে চিরস্মরণীয় করে রাখতে কল্লোল-এর সদস্যদের একান্ত প্রচেষ্টায় মোড়ক উন্মোচিত হলো ” ৫০ – এ কল্লোল ” নামক বইটির।

আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং আবৃত্তি। সহ উপস্থিত ছিলেন বইয়ের প্রকাশক এবং প্রচ্ছদ নির্মাতা। কল্লোল – এর তথ্যানুসারে, সর্বপ্রথম ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতার
বিজেতা ” কলকাতা টিমের ” সদস্যদের হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি তাদের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনন্দের সঙ্গে পরিসমাপ্তি হলো অনুষ্ঠানের কিন্তু কল্লোলের যাত্রায় এখনো বহু পথ পাড়ি দেওয়া বাকি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks