spot_img
31 C
Kolkata
Saturday, May 10, 2025
spot_img

৪৮ তম কোলকাতা বইমেলায় নতুনরূপে ফিরে এলো সেই রূপকথার খরগোশ আর কচ্ছপ !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

গত 8 ঠা ফেব্রুয়ারী ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫ – এর দ্বাদশ দিনে এসে, উৎযাপিত হলো পারুল প্রকাশনী আয়োজিত লেখক পীযূষ রঞ্জন ঘোষের লেখা কাহিনী ” The Untold Stories Of Rob & Tor ” – এর আনুষ্ঠানিকভাবে প্রকাশনা।

বইটি মূলত ইংরেজি ভাষায় শিশু সাহিত্য ভিত্তিক। অন্যদিকে বইটির নীতিবাক্য সহ দৃষ্টিভঙ্গি সমস্ত বয়সের মানুষের জন্য নতুন ভাবে চিন্তা করতে শেখাবে বলে লেখক আশা রাখেন। লেখকের বক্তব্যে উঠে এলো, বিশ্বব্যাপী জনপ্রিয় রূপকথার, সেই আমাদের চিরপরিচিত নীতিগল্প খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষের দিকে খরগোশের আগে কিছু পথ গিয়ে ঘুমিয়ে পড়া আর কচ্ছপের নিরন্তর প্রচেষ্টায় জয়লাভ এতো জানা কথা । এদিকে পৃথিবী এগিয়ে গেছে। খরগোশেরও ঘুম ভেঙেছে। লেখক পীযুষ রঞ্জন ঘোষের লেখায় ধরা দিল নতুনভাবে সেই খরগোশ আর কচ্ছপ ওরফে রব এন্ড টর। গল্প এগোচ্ছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ২৫ রকম ভাবে।

লেখক আরো জানান , বইমেলার প্রায় দশ দিন আগে পারুল প্রকাশনীর প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যেই বইটির প্রকাশনা সম্ভব হয়েছে। পাশাপাশি লিখতে সময় কম লাগলেও গল্পের ভাবনাচিন্তায় সময় লেগেছে সুদীর্ঘ ৬ মাস।

এদিন অতিথি আসনে উপস্থিত ছিলেন, উক্ত বইয়ের লেখক পীযূষ রঞ্জন ঘোষ, পারুল প্রকাশনীর ম্যানেজিং ডিরেক্টর গৌড়দাস সাহা, সাংবাদিক, কবি ও বাচিক শিল্পী সুতপা দত্ত ভান্ডারী, বিশিষ্ট লেখক চঞ্চল কুমার বোস, তরুণ লেখক ফারুক আক্তার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। গুণীজনেদের বই, বইমেলা এবং উক্ত বই সম্পর্কিত মূল্যবান বক্তব্য প্রদান । সাংবাদিক,কবি ও বাচিক শিল্পী সুতপা দত্ত ভান্ডারীর স্বরচিত কবিতা পাঠের মধ্যে দিয়ে বলাইবাহুল্য সমগ্র অনুষ্ঠানটি সাফল্যের সাথে দর্শকের মন জয় করে নিয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks