spot_img
38 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

৯ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কলকাতা পুলিশ আয়োজিত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ হাফ ম্যারাথন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় নগরপাল শ্রী মনোজ কুমার বর্মা, রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ম্যারাথনটি তিনটি বিভাগে বিভক্ত ছিল: ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার। এই ইভেন্টে প্রায় ১৮,০০০-এরও বেশি নাগরিক অংশগ্রহণ করেন। মাননীয় নগরপাল শ্রী মনোজ কুমার বর্মা নিজেও ম্যারাথনে অংশগ্রহণ করে কলকাতা পুলিশের কর্মী ও নগরবাসীদের উৎসাহিত করেন।

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের আওতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচির শুভ সূচনা করেন মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং নগরপাল শ্রী মনোজ কুমার বর্মা।

উল্লেখ্য, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচারাভিযানটি ৮ই জুলাই, ২০১৬ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়, যার মূল উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই প্রচেষ্টার ফলস্বরূপ রাজ্যে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এই হাফ ম্যারাথন আয়োজনের মাধ্যমে কলকাতা পুলিশ সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মধ্যে সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks