কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের নগেনাবাদ গ্রামে বাঘের হানায় আহত হলেন এক বনকর্মী। আহত কর্মীর নাম গনেশ শ্যামল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নদী পেরিয়ে একটি বাঘ ঢুকে পড়ে নগেনাবাদ গ্রামে। গ্রামবাসীদের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরে। রাতেই বনকর্মীরা এলাকায় এসে পুরো গ্রামকে জাল দিয়ে ঘিরে ফেলে, যাতে বাঘ আর বাইরে বেরোতে না পারে।
তবে আজ সকালে গ্রামের অন্যপ্রান্তে বাঘটিকে দেখতে পান বনদপ্তরের কর্মীরা। সঙ্গে সঙ্গেই তাঁরা সেটিকে বাগে আনার চেষ্টা করলে হঠাৎই বাঘ আক্রমণ চালায়। বনকর্মী গনেশ শ্যামল বাঘের আক্রমণে গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘটিকে নিরাপদে উদ্ধার করার জন্য সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে, বাঘের আতঙ্কে গ্রামবাসীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও বনদপ্তর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ।