কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
ভারতীয় দলে ‘মস্তিষ্কবিহীন’ অধিনায়ক ও কোচ? গম্ভীরের কটাক্ষ, বদলিত দল নিয়ে ক্ষোভ তুঙ্গে ।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনে হার্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে চোটগ্রস্ত বুমরাহের পরিবর্তে এবং স্পিনার বরুণ চক্রবর্তী জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়ালের পরিবর্তে। এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না ভক্তরা।
ভারত ২০১৩ সালের পর থেকে আর একবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে পারেনি। এবার সেই ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া, তবে এই যাত্রায় তাদের থাকতে হবে জসপ্রিত বুমরাহ ছাড়াই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। দীর্ঘদিন ম্যাচ ফিটনেসের অভাবে থাকা বুমরাহকে সম্পূর্ণ টুর্নামেন্টের জন্য দলে রাখা ঝুঁকির হতে পারে, এই কারণে নির্বাচকরা তাঁকে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু তার পরিবর্তে হার্ষিত রানাকে নেওয়া এবং মোহাম্মদ সিরাজকে কেবলমাত্র ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
হার্ষিত রানার নাম ঘোষণা নিয়ে বিতর্ক
বিসিসিআইয়ের নির্বাচক কমিটি সিরাজের পরিবর্তে কেন হার্ষিত রানাকে সুযোগ দিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিরাজ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের নিয়মিত সদস্য ছিলেন, অথচ তাকে বাদ দিয়ে অভিজ্ঞতা কম থাকা হার্ষিত রানাকে বেছে নেওয়া হয়েছে। গত মাসে স্কোয়াড ঘোষণার সময় রোহিত শর্মা গোপনে হার্ষিত রানার নাম উল্লেখ করেছিলেন, যা সেই সময় অনেকের নজর এড়িয়ে গেলেও এখন তা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
যশস্বী জয়সওয়ালের বাদ পড়া ও অতিরিক্ত স্পিনার দলে অন্তর্ভুক্তি
আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত হলো ওপেনার যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তি। এর ফলে ভারতের স্কোয়াডে এখন পাঁচজন স্পিন বোলিং অপশন রয়েছে— কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে, তিনজন মাত্র পেসার রয়েছেন— মোহাম্মদ শামি, অর্শদীপ সিং এবং হার্ষিত রানা। হার্দিক পান্ডিয়া একমাত্র সিম-বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রয়েছেন।
সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
এই সিদ্ধান্তের ফলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। বিশেষ করে, দুবাইয়ের মতো একটি ভেন্যুতে যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলবে, সেখানে পাঁচজন স্পিনারের অন্তর্ভুক্তি অনেকের কাছে অযৌক্তিক মনে হয়েছে।
গম্ভীরের কটাক্ষ
ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরও নির্বাচকদের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তিনি সরাসরি মন্তব্য করেছেন যে, “ভারতের বর্তমান দলে এক মস্তিষ্কবিহীন অধিনায়ক ও কোচের যুগলবন্দি চলছে,” যা আরও বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে এই পরিবর্তিত দল কেমন পারফর্ম করবে, সেটাই এখন দেখার বিষয়।