কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
এসপ্ল্যানেড এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে টানেল তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের পরবর্তী পর্যায়ে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিস্টেমের পরীক্ষার জন্য আগামীকাল, ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৮ দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত গ্রিন লাইন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষার কাজ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও উন্নত ও নিরাপদ মেট্রো পরিষেবা প্রদান করা সম্ভব হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রো রেলওয়ে।