কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
গতি, ক্ষীপ্রতা ও অক্লান্ত পরিশ্রমের দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় স্তরের কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে বাংলার দুই কৃতী কন্যা—উত্তর ২৪ পরগনার অরিন্দম ওয়েলফেয়ার সোসাইটিতে বেড়ে ওঠা দীপা রুইদাস এবং পৌলমী ঘোষ। দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করেও তারা এবার দেশের মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখার প্রস্তুতি নিচ্ছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হরিয়ানায় অনুষ্ঠিত হবে ৭১তম ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় প্রায় ৩০টি দল অংশ নিতে চলেছে। জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের পর এবার জাতীয় মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করতে তৈরি দীপা ও পৌলমী।
সংগ্রামের কাহিনি থেকে সাফল্যের পথে
মাথার উপর নির্দিষ্ট কোনো ছাদ নেই, প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়াই করেই বেড়ে উঠেছে দীপা (২২) ও পৌলমী (২০)। তবে তাদের লড়াই শুধুমাত্র কাবাডির মাঠেই সীমাবদ্ধ নয়, সমাজের প্রতিকূলতাকে জয় করাই তাদের আসল লড়াই।
দীপা ইতিমধ্যেই “খেলো ইন্ডিয়া” প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে, আর পৌলমী গত বছর জুনিয়র ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছে। এবার সেই প্রতিভার ঝলক তারা দেখাতে চলেছে জাতীয় কাবাডি প্রতিযোগিতায়।
অল্প সময়ের প্রস্তুতিতে জাতীয় দলে সুযোগ
অরিন্দম কাবাডি একাডেমির প্রশিক্ষণ ও রাখি মুখার্জির বিশেষ কোচিং-এর অধীনে মাত্র এক সপ্তাহের অনুশীলনেই দীপা ও পৌলমী জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এই প্রতিযোগিতায় কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই, তবে প্রতিযোগীদের ওজন ৭৫ কেজির মধ্যে রাখতে হবে।
“ইচ্ছে থাকলেই উপায় হয়”—এই প্রবাদ বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছে দীপা ও পৌলমী। জাতীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় তাদের সাফল্য বাংলার ক্রীড়াজগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।