কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
নবনীতা আদক :
2023 সালের 27শে নভেম্বর প্রায় 43 বছর বয়সে এসে নিজের ব্যাচেলর তকমা ঘুচিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তীকে বিয়ে করায় চরম কটাক্ষের মুখে পড়তে হয় এই তারকা জুটিকে।
নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই সব কিছুকে পাত্তা না দিয়েই একেবারে নিজের মতো করে ঘর বেঁধেছেন এই তারকা দম্পতি। একেবারেই নিজেদের কাছের লোকজনদের নিয়েই বিয়েটা সেরে ফেলেছেন তাঁরা।
আর বিয়ের ঠিক দেড় বছরের মাথায় এসেই সুখবর দিলেন পরম-প্রিয়া। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তারা দুজনেই তাদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তারই মধ্যে দুজনে মিলে মিশেই ঘরের সমস্ত কাজ সামলে নেন। আর এত ব্যস্ত তাতেও নিজের স্ত্রীয়ের যত্নের ত্রুটি রাখছেন না পরমব্রত।
তবে কোন মাসে নতুন সদস্য আসতে চলেছেন সে খবর পরিষ্কার করে জাননি এই তারকা দম্পতি। এখন প্রেগনেন্সির দ্বিতীয় ধাপে রয়েছেন পরম ঘরণী, এমনটাই জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে। আর এই খবর শোনা মাত্রই তাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নেটিজেনরা এবং টলিপাড়া।