spot_img
35 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

প্রেম দিবসে মুখের যেকোনো ব্ল্যাক স্পট ঢাকতে ১০ মিনিটই যথেষ্ট, জানুন কিভাবে !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

নবনীতা আদক :

ইলেভেন, টুয়েলভ কিংবা কলেজ পড়ুয়া যারা নতুন নতুন প্রেম করছেন তাদের কাছে ১৪ ই ফেব্রুয়ারি এই দিনটা একটা আলাদা মাত্রা রাখে। কোন কোন প্রেমিক যুগল আবার সারা বছর ধরে এই প্রেম দিবসের দিনটাকেই কিভাবে উদযাপন করবেন সেই নিয়ে পরিকল্পনা করতে থাকেন। আর আপনিও কি প্রেম দিবসের দিন সঙ্গীর সঙ্গে নৈশভোজে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে ভাবছেনটা কি! চোখের নিচের কালো

দাগ কিংবা মুখে এত ব্রণের দাগ নিয়ে কিভাবে বেরোবেন বাইরে? সত্যিই তো, সুন্দর জামা কাপড় পরার পর মুখের এই দাগগুলো বড়ই বেমানান হয়ে ওঠে। না না তবে এখন আর এত চিন্তা করার কিছু নেই। চোখের নিচের কালি কিংবা ব্রণের দাগ ঢাকতে দশ মিনিটই যথেষ্ট। কিভাবে ঝটপট দেখে নিন :

     ————————————————————————     

প্রথম ধাপ – ফেসওয়াশ দিয়ে মুখে ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগানোর পর শুরুটা করুন প্রাইমার দিয়ে। ব্রণের ক্ষত, উন্মুক্ত রন্ধ্র ঢেকে ত্বককে মসৃণ করে তুলতে সাহায্য করবে এটি। তবে ত্বকের ধরন অনুযায়ী তা নির্বাচন করতে হবে। তৈলাক্ত ত্বক হলে বেছে নিন জেল বেস্‌ড প্রাইমার।

দ্বিতীয় ধাপ – ত্বকের খুঁত ঢাকতে অত্যন্ত প্রয়োজনীয় ‘কালার কারেক্টর’। মুখে ব্রণের দাগ হোক বা কালো ছোপ বা চোখের চারপাশের কালি, প্রয়োজন মতো কারেক্টর বেছে নিন। পিচ, সবুজ, কমলা, লাল বিভিন্ন ধরেনর রং রয়েছে। ত্বক এবং দাগছোপ অনুযায়ী সেটির ব্যবহার হয়। দাগের উপরে সাবধানে রঙের পরত লাগিয়ে দিতে হবে, যাতে ব্ল্যাক স্পট ঢেকে যায়।

তৃতীয় ধাপ – মুখের কালো দাগ বা চোখের নীচের কালি ঢাকতে কনসিলার জরুরী। কালার কারেক্টর ব্যবহারের পর তা মুখে মিলিয়ে গেলে তার পরেও যে অংশগুলি কালচে রয়েছে সেখানে দিতে হবে কনসিলারের প্রলেপ। তার উপরে দিতে হবে ত্বকের উপযোগী ফাউন্ডেশন। কনসিলার, ফাউন্ডেশন ভাল ভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এর উপরেই নির্ভর করবে সৌন্দর্য।

চতুর্থ ধাপ – ফাউন্ডেশনের প্রলেপের পরেও চোখের নীচের কালো দাগ উঁকি দিলে বা মুখে অন্য কোনও ব্ল্যাকস্পট থাকলে আবার সেই স্থানে ব্যবহার করতে পারেন কনসিলার। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে তা ত্বকের সঙ্গে মিশিয়ে দিতে ভুললে কিন্তু চলবে না।

পঞ্চম ধাপ – সর্বশেষ ধাপে প্রয়োজন ফেস পাউডারের। মেকআপ দীর্ঘস্থায়ী করতে চাইলে সেটিং স্প্রেও ব্যবহার করতে পারেন।
এই পাঁচটা ধাপ পরপর কমপ্লিট করার পর ব্লাশার, লিপস্টিক, কাজল, আইলাইনার আর মাস্কারা লাগিয়ে নিলেই আপনার সম্পূর্ণ সাজ কমপ্লিট মাত্র ১০ মিনিটই।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks