কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি। প্রতিদিন প্রচুর মানুষ ডুব দিচ্ছেন ত্রিবেণী সঙ্গমে। ফলে সড়কপথে তীব্র যানজট। ট্রেনেও ভিড় সামলানো দায়। উত্তর প্রদেশ সরকার দাবি করছে, এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার পুন্যার্থী কুম্ভে স্নান করেছেন। ২৬ শে ফেব্রুয়ারি শেষ পুণ্যস্নানের তিথি। তার আগে আরো কয়েক লাখ পুণ্যার্থী কুম্ভে ডুব দিতে যাবেন বলে আশা করা হচ্ছে। তাই তাঁদের কথা মাথায় রেখেই, অতিরিক্ত ভিড় সামলাতে তিনটি বিশেষ বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করল উত্তর রেলওয়ে।
উত্তর রেল সূত্রের খবর, ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলবে এই বন্দে ভারত বিশেষ ট্রেন। মাঝে থামবে প্রয়াগরাজে। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশুশেখর উপাধ্যায় জানিয়েছেন, ‘সপ্তাহান্তে পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শুক্র, শনি এবং রবিবার ভোর সাড়ে ৫টায় দিল্লি থেকে ছাড়বে ওই বন্দে ভারত। প্রয়াগরাজে পৌঁছবে দুপুর ১২টায়। শেষ গন্তব্য বারাণসীতে থামবে দুপুর ২টো ২০ মিনিটে। আবার বারাণসী থেকে ছাড়বে দুপুর ৩টে ১৫ মিনিটে। দিল্লি পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে।