কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
সোমবার ভোর 5:36 নাগাদ যখন প্রায় বেশিরভাগ মানুষই গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় হঠাৎ থরথরিয়ে কেঁপে উঠল রাজধানী। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 4 । প্রত্যক্ষদর্শীদের মতে, ভূমিকম্পের মাত্রা 4 হলেও কম্পনের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যেন মনে হচ্ছিল মাটির নিচে থেকে একটা ভয়ানক আওয়াজ উঠে আসছে। কম্পন অনুভব হতে অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয়। খোদ প্রধানমন্ত্রী সোশ্যাল মাধ্যমে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। প্রাণহানির ঘটনা না ঘটলেও ভূমিকম্পের তীব্রতা নিয়ে বেশ আতঙ্কিত সমগ্র দিল্লিবাসী।