কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শহরে একের পর এক দুঃসাহসিক লুঠের ঘটনা। প্রতিটি ক্ষেত্রেই টার্গেট প্রবীণরা । সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার সিসিটিভি ফুটেজে ধরা পড়লো রিজেন্ট পার্কে ভয়াবহ ডাকাতি। গতকাল সন্ধ্যা ৭টায় টালিগঞ্জের নিকট ম্যুর অ্যাভিনিউয়ে। রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুঠ।
পুলিশ সূত্রের খবর, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে ছিল ২ দুষ্কৃতী। গৃহকর্ত্রী (বছর ৫০) সোনালী দেবী ফ্লাটে ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে। চিৎকার করলে বেঁধে দেওয়া হয় মুখ। এরপর গলায় ছুরি ঠেকিয়ে চলে দেদার লুঠ। লুঠপাটের পর প্রৌঢ়াকে মেরে প্রায় ১০ লক্ষ্য মূল্যের সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমার সোমবার রাতে জানিয়েছেন, ডাকাতদের ‘মোডাস অপারেন্ডি’ দেখে মনে হচ্ছে দমদম, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং আজকের ঘটনা একই ডাকাত দলের কাজ। রীতিমতো পরিকল্পনা করেই তারা এই কাণ্ড ঘটিয়েছে।
সামনের এপ্রিলে ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না এনে রেখেছিলেন প্রৌঢ়া। তারপরই এই লুঠের ঘটনা। পুলিশের সন্দেহ নেপথ্যে পরিচিত কেউ আছেন, নইলে কীভাবেই বা খোঁজ পাওয়া যাবে বাড়িতে এত গয়না রাখা হয়েছে ! একই সন্দেহ রিজেন্ট পার্কের পরিবারের। রিজেন্ট পার্ক থানার নাকের ডগায় দুঃসাহসিক লুঠের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা।