spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

 ব্যস্ত কলকাতার রাস্তায় রিক্সা চালিয়ে বিধায়ক মনোরঞ্জনের বিধানসভায় যাত্রা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

ঙ্গলবার সকাল ৯ টায় শহরতলীর রোজকার যানজটের ভিন্ন ছবি। যানজটের কারণে কলকাতার রাস্তায় রিক্সা চলা নিষেধ মানতে বরাবরের নারাজ ছিলেন বলাগর বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। শেষে চার বছর চেষ্টার জেরে আজকে সকাল ৯টায় পার্কস্ট্রিট থেকে রিক্সা চালানো শুরু করেন বিধানসভার উদ্দেশ্যে। বিধায়ক জানিয়েছেন, পার্ক স্ট্রিট থানা থেকে রিক্সা চালানোর অনুমতি পত্র আগেই নিয়ে রেখেছেন।

২০২১ সালে তৃণমূল কংগ্রেসের বলাগড় নির্বাচনে বিধানসভায় জিতে বলাগড় থেকে বিধায়ক নির্বাচিত হন এবং অন্যদিকে দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারীকে নিয়ে স্লোগান উঠেছিল—‘রিকশা যাবে বিধানসভায়’- তারই যেন বাস্তব রূপে আজও সকালে চেষ্টা চললো বিধানসভার উদ্দেশ্যে প্যাডেল করার।

খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবেই তাঁকে বিধানসভায় দেখতে চেয়েছিলেন বলাগড়বাসী।

তাই বিধায়ক এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এক রিকশাচালক সম্মানীয় বিধানসভার সদস্য হিসেবে বিধানসভায় এসেছেন। কিন্তু সরাসরি রিকশা বিধানসভায় আসেনি। আসতে পারেনি। কারণ, কলকাতা শহরে প্যাডেল রিকশা চলে না।’

বিধায়ক আরো বললেন , ‘এক রিকশাচালক সম্মানীয় পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়ে বিধানসভায় তো এসেছে। কিন্তু সরাসরি রিক্সা বিধানসভায় আসেনি। আসতে পারেনি । কারণ কলকাতা শহরে প্যাডেল রিক্সা চলে না। আজ ১৮ই ফেব্রুয়ারি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে সত্যি সত্যি রিক্সা চালিয়ে বিধানসভায় যাচ্ছি।’

অন্যদিকে বিগত চার বছরের সাধ এবারও পূরণ হলো না !

রিক্সার প্যাডেলে চাপ দিয়ে কলকাতার ব্যস্ত রাস্তায় রিকশা চলতেই ৩০ মিনিটে থামল বিধায়কের রিক্সা।

সূত্রে জানা গিয়েছে, কলকাতার মতো অন্যত্তম যানজটপূর্ণ রাস্তায় রিক্সা চালানোর জন্য বিধায়কের কাছে কাছে যথেষ্ট অনুমোদনপত্র নেই।

রিক্সা চালাতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা অনুমোদন পত্রের প্রয়োজন। আবারো রিক্সা চালিয়ে বিধানসভা যাওয়ার অর্ধেক পথ থেকেই ফিরে আসলেন বলাগর বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
বলাবাহুল্য তিনি এখনো নিরাশ হননি।

 

 

 

 

 

 

 

বিস্তারিত দেখুন :

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks