কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
মাধ্যমিক পরীক্ষা ২০২৫ চলছে, আর সেই পরীক্ষার পরিবেশ খতিয়ে দেখতে ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে ইউনাইটেড মিশন গার্লস স্কুল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের মানসিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাঁদের উৎসাহ দেন। পাশাপাশি, অভিভাবকদের সঙ্গেও তিনি কথা বলেন এবং তাঁদের উদ্বেগ ও মতামত শোনেন।
তিনি বলেন, “ছাত্রছাত্রীদের কোনো রকম মানসিক চাপ না নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের সুস্থ এবং স্বচ্ছন্দ পরিবেশ দেওয়া আমাদের দায়িত্ব।”
শিক্ষকদের সঙ্গে মতবিনিময়
পরিদর্শনের সময় তিনি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও কথা বলেন এবং পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার বিষয়ে খোঁজ নেন। শিক্ষকরা তাঁকে জানান, এবছর পরীক্ষার পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল।
মুখ্যমন্ত্রীর বার্তা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। মন দিয়ে পড়াশোনা করো, ভালো ফল করো। আমরা সবাই তোমাদের পাশে আছি।”এই পরিদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করলেন এবং পরীক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা আরও স্পষ্ট করলেন। তাঁর উপস্থিতি অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও আত্মবিশ্বাস যোগায়।
বিস্তারিত দেখুন :