কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
বসন্তের আবহেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হলো ঝড়-বৃষ্টি। বুধবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বৃহস্পতিবার দিনভরও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন অংশে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও এই বেগ পৌঁছতে পারে ৪০-৫০ কিমি পর্যন্ত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি, দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
ঝড়-বৃষ্টির পূর্বাভাস ও সম্ভাব্য প্রভাব
আবহাওয়া দফতর জানাচ্ছে, ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহে হাল্কা বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং ও সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
তাপমাত্রার অবস্থান
তবে আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে শীত বিদায় নিলেও গরমের প্রভাব এখনও পুরোপুরি পড়বে না।
প্রশাসনের সতর্কতা ও পরামর্শ
আবহাওয়া দফতরের পূর্বাভাসের পর, দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্যের প্রশাসন সতর্ক রয়েছে। সাধারণ মানুষকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে যারা বাইকে বা গাড়িতে যাতায়াত করেন।
এই ঝড়-বৃষ্টির ফলে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে, ধান ও সবজি চাষে প্রভাব পড়তে পারে। কৃষকদের পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বসন্তের শুরুতেই এমন বৃষ্টি অনেকের কাছে স্বস্তি নিয়ে এলেও, তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির পূর্বাভাস কিছুটা উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার, আগামী দিনে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।