কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শিলিগুড়ি: শিলিগুড়ির হাকিমপাড়ায় ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট)-র অভিযান। বৃহস্পতিবার ১৬ নম্বর ওয়ার্ডের খেলাঘর মোড় সংলগ্ন এলাকায় ওষুধ ব্যবসায়ী সহদেব ঘোষের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেন। সহদেবের পাশাপাশি ওই বাড়িতে থাকেন তাঁর ভাই পরিমল ঘোষ, আনন্দ ঘোষ। আরেক ভাই বাসুদেব এখানে থাকেন না।
ইডি সূত্রের খবর, রাজ্যজুড়ে ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে, তারই অংশ হিসেবে এদিন শিলিগুড়িতে তদন্তে আসেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
বিদেশে বসবাসকারী ভারতীয়দের সন্তানদের জন্য মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্দিষ্ট আসন থাকে। সূত্রের খবর, বেশ কিছু ছাত্র-ছাত্রী এনআরআই (নন-রেসিডেন্ট ইন্ডিয়ান) কোটার সুযোগ নিতে ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিলেন।ইডির আধিকারিকরা মনে করছেন, এই জালিয়াতিতে একটি বড় চক্র জড়িত, যারা মোটা টাকার বিনিময়ে এই ধরনের ভুয়ো শংসাপত্র তৈরি করত। ব্যাংক অ্যাকাউন্ট ও টাকা লেনদেনের হিসেব খতিয়ে দেখছে ইডি। এই দুর্নীতির তদন্তে এদিন শিলিগুড়িতে অভিযান চলছে।