spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ অফিসার, চাঞ্চল্য ঘোষপাড়া পেট্রোল পাম্প এলাকায় !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

হাওড়া: শহরের বুকে রাত্রিবেলা ঘটে গেল চাঞ্চল্যকর এক গুলি চালনার ঘটনা। মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হলেন এক পুলিশ অফিসার। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অফিসারের নাম জয়ন্ত পাল। তিনি হুগলী জেলায় কর্মরত। গুলি তাঁর হাতে লাগে এবং গুরুতর জখম অবস্থায় তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ব্যান্টরা ও শিবপুর থানার পুলিশ।

ঘটনার বিবরণ ও উদ্ধার হওয়া প্রমাণ

পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে। এছাড়াও সেখানে একটি গাড়ি পাওয়া গেছে, যেটি ইতিমধ্যেই আটক করা হয়েছে।

সূত্রের খবর, ঘটনার সময় জয়ন্ত পাল নামের ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত কোনও বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও বিষয়টি সম্পূর্ণরূপে স্পষ্ট নয়, তাই পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে। একইসঙ্গে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ন্ত পালকেও জেরা করা হচ্ছে।

তদন্তের অগ্রগতি

হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পুলিশ এখন জানার চেষ্টা করছে—

  • ওই মহিলার সঙ্গে অফিসারের সম্পর্ক কী?
  • তাঁদের মধ্যে কোনও বিবাদ ছিল কি না?
  • এটি কোনও পূর্বপরিকল্পিত হামলা, নাকি হঠাৎ ঘটে যাওয়া কোনও ঘটনা?

এখনও পর্যন্ত কোনও হামলাকারীর পরিচয় জানা যায়নি। পুলিশের একাংশের অনুমান, ব্যক্তিগত বিবাদের জেরেই গুলি চলেছে, তবে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে।

শহরে নিরাপত্তা প্রসঙ্গ

শহরের কেন্দ্রস্থলে এমন গুলি চালনার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। রাতের শহরে পুলিশ অফিসারের উপর হামলার ঘটনা নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে।

পুলিশ ইতিমধ্যে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং দ্রুত ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে বলে আশ্বাস দিয়েছে। তদন্ত এখনও চলছে, এবং পুলিশ আশা করছে খুব শীঘ্রই অপরাধীর হদিস মিলবে।

(এই ঘটনার উপর আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।)

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks