কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শিলিগুড়ি: টানা ৩৬ ঘন্টা অনশন,দাবি না মানলে আরোও বৃহত্তর আন্দোলনের হুমকি এনজেপি শাখার লোকো পাইলটদের।
দির্ঘদিন ধরেই বঞ্চনার স্বিকার এই লোকো পাইলটেরা।সেই কারনে তাদের১৫ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার এনজেপি স্টেশনের ১নম্বর প্ল্যাটফর্মে লোকো পাইলট সংগঠনের এনজেপি শাখার পক্ষ থেকে অনশনে কর্মসূচি গ্রহন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে সহ সম্পাদক সুধীর কুমার জানান,,রেল দপ্তর দির্ঘদিন ধরেই ডি এ নিয়ে টালবাহান করছে।শুধু তাই নয়,চালকদের নজরদারি করার জন্য ক্যামেরা পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে মহিলা চালকদের নানান অসুবিধের সন্মুখিন হতে হচ্ছে।পাশাপাশি লোকো পাইলটদের দিয়ে সময়ের অধিক কাজ করানো হচ্ছে যা সম্পুর্ন অনৈতিক। অবিলম্বে যদি তাদের দাবির প্রতি রেল সহানুভূতি না দেখায়, তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা বলে জানান তিনি।