কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
ঝাড়গ্রাম: দীর্ঘদিন ধরে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের কপাটকাটা বুথের বাসিন্দারা মঙ্গলবার বিডিও অফিসে ডেপুটেশন জমা দিলেন।
স্থানীয়দের অভিযোগ, পথশ্রী প্রকল্প, আবাস যোজনা, পানীয় জল সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা এখনো পর্যন্ত গ্রামে পৌঁছায়নি। উন্নয়নের স্বপ্ন দেখলেও বাস্তবে কোনো সুবিধাই তাঁরা পাননি বলে ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও কোনো সমাধান হয়নি।
এদিন বেলপাহাড়ি কালীমন্দির চক থেকে শুরু হয়ে এক বিশাল মিছিল এসে পৌঁছায় বিনপুর ২ ব্লক অফিস প্রাঙ্গণে। সেখানেই বিডিওর উদ্দেশে ডেপুটেশন জমা দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার, আদৌ প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয়!