কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
নয়াদিল্লি: বৃহস্পতিবার রামলিলা ময়দানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। একই মঞ্চে শপথ নেন তার মন্ত্রিসভার সদস্যরাও।
শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন দিল্লি সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টনের ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত স্বরাষ্ট্র, অর্থ, রাজস্ব, মহিলা ও শিশু উন্নয়ন, সাধারণ প্রশাসন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ নিজের অধীনে রেখেছেন।
মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন: কে পেল কোন দপ্তর?
দিল্লির নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তর বণ্টন করা হয়েছে। দেখে নেওয়া যাক কে কোন বিভাগের দায়িত্ব পেলেন—
- রেখা গুপ্ত (মুখ্যমন্ত্রী) – অর্থ, পরিকল্পনা, সাধারণ প্রশাসন, মহিলা ও শিশু উন্নয়ন, রাজস্ব, ভূমি ও ভবন, তথ্য ও প্রচার, সতর্কতা বিভাগ, প্রশাসনিক সংস্কার এবং অন্যান্য বিভাগ যা অন্য কোনো মন্ত্রীকে দেওয়া হয়নি।
- পরবেশ ভার্মা – গণপূর্ত বিভাগ (PWD), আইন ও বিধানসভা বিষয়ক, জলসম্পদ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, গুরুদ্বারা নির্বাচন।
- আশীষ সুদ – স্বরাষ্ট্র, বিদ্যুৎ, নগরোন্নয়ন, শিক্ষা, উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত শিক্ষা।
- মঞ্জিন্দর সিংহ সিরসা – খাদ্য ও সরবরাহ, বন ও পরিবেশ, শিল্প বিভাগ।
- রবিন্দর সিংহ – সমাজকল্যাণ, তফসিলি জাতি ও উপজাতি কল্যাণ, সমবায় ও নির্বাচন।
- কপিল মিশ্র – আইন ও বিচার, শ্রম দপ্তর, কর্মসংস্থান দপ্তর, উন্নয়ন, শিল্প ও সংস্কৃতি, ভাষা বিভাগ, পর্যটন।
- পঙ্কজ কুমার সিংহ – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবহন, তথ্যপ্রযুক্তি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্টদের উপস্থিতি
রেখা গুপ্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী।
এই শপথ গ্রহণের মাধ্যমে দীর্ঘ ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরল বিজেপি। রামলিলা ময়দানে অনুষ্ঠিত এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকল হাজার হাজার মানুষ।