spot_img
35.7 C
Kolkata
Friday, June 13, 2025
spot_img

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

শিলিগুড়ি: ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার সকালে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র গৌতম দেব-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

২১শে ফেব্রুয়ারি শুধুমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসই নয়, এটি বাঙালির গর্বের দিন, ভাষার জন্য আত্মত্যাগের স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশে এই দিনটি গভীর শ্রদ্ধা ও উৎসবের আবহে পালিত হয়, ঠিক তেমনই পশ্চিমবঙ্গেও দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের তরফে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়। বাঘাযতীন পার্কে অবস্থিত ভাষা শহিদ স্মারক স্তম্ভে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব, উপ-মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের অন্যান্য সদস্য এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা।
শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরতে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিভিন্ন স্কুল, কলেজ এবং সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সংগীত, কবিতা আবৃত্তি ও নাটকের মাধ্যমে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়।

পাসাপসী ভাষা শহিদদের স্মরণে শিলিগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের তরফে ভাষা শহিদদের স্মরণে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলা ভাষার ঐতিহ্যকে তুলে ধরতে তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন, “বাংলা ভাষা শুধু আমাদের পরিচয়ের প্রতীক নয়, এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজকের দিনে আমাদের শপথ নেওয়া উচিত মাতৃভাষার মর্যাদা রক্ষার এবং আগামী প্রজন্মের মধ্যে এর গুরুত্ব ছড়িয়ে দেওয়ার।”
এছাড়া সাহিত্য ও সংস্কৃতির বিশিষ্টজনেরা মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক এবং সাংবাদিকরাও।

পুরনিগমের বিশেষ উদ্যোগে শিলিগুড়ি পুরনিগমের তরফে ঘোষণা করা হয় যে, শহরে বাংলা ভাষার প্রচার ও প্রসারের জন্য নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। সরকারি দপ্তরগুলিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks