কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
ঝাড়গ্রাম: ঝড়ের ক্ষত এখনো শুকোয়নি, তারই মধ্যে নতুন বিপদ। ঝড়ের তাণ্ডবের পর এবার দলছুট দাঁতাল হাতির হামলায় লন্ডভন্ড সাঁকরাইল ব্লকের কৃষ্ণনগর, ধানঘোরী ও সোনাখুলি এলাকা। একের পর এক মাটির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে হাতি, নষ্ট হয়েছে চাষের জমি। আতঙ্কে রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
দু’দিন আগেই ঝড়, এখন হাতির দাপট ,মাত্র কয়েকদিন আগেই ঝড়-বৃষ্টিতে সাঁকরাইলের একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কাঁচা বাড়ি, নষ্ট হয়েছিল আলু, বাদামসহ বিভিন্ন সবজির চাষ। অনেক পরিবারই এখনো সেই ক্ষতি সামলাতে পারেনি। তার মধ্যেই হাতির তাণ্ডবে ফের বাড়ল দুর্ভোগ।
একদিকে যেমন হাতির তাণ্ডবে আতঙ্ক, অন্যদিকে বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ,আচমকা গ্রামে ঢুকে হাতির তাণ্ডবে বাড়িঘর ভাঙচুর ও ফসলের ক্ষতিতে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বনদপ্তরের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও বনদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে হাতির হামলার ঘটনা ঘটছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত। তিনি জানান, বনদপ্তরকে পুরো বিষয়টি জানানো হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামবাসীরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁদের একটাই দাবি—বনদপ্তর যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং গ্রামে যাতে ফের হাতির হামলা না হয়, তার জন্য সঠিক পদক্ষেপ করা হয়।