spot_img
30 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

গীতা ছুঁয়ে শপথ নিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান ভারতীয় বংশোদ্ভূত কাশ !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

ওয়াশিংটন: ইতিহাসের সাক্ষী রইলো হোয়াইট হাউস। শুক্রবার, হোয়াইট হাউসের ইইওবি ভবনের ভারতীয় চুক্তি কক্ষে গীতা ছুঁয়ে শপথ গ্রহণ করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নতুন প্রধান, ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কাশের কাজের প্রশংসা করেন এবং তাঁকে যোগ্য নেতা বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি

কাশ পটেলের পরিবার গুজরাতের আনন্দ জেলার ভদ্রন গ্রামের বাসিন্দা ছিলেন। ৭০-৮০ বছর আগে তাঁর পরিবার উগান্ডায় চলে যান, সেখান থেকে পরে আমেরিকায় পাড়ি জমান। দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন কাশ। তিনি আগে মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন), গোয়েন্দা সংস্থা, এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার মার্কিন সেনেটে ভোটাভুটির মাধ্যমে ৫১-৪৯ ভোটে নির্বাচিত হন ৪৪ বছরের কাশ পটেল। এই শপথ গ্রহণের মাধ্যমে তিনি এফবিআইয়ের ডিরেক্টর হিসেবে আগামী ১০ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করলেন। কাশের নিয়োগকে ইতিমধ্যেই ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks