spot_img
30 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

ট্রাম্পের ফের আক্রমণ ২১ মিলিয়ন ডলারের USAID তহবিল নিয়ে: ‘ভারতের ভোটার টার্নআউট নিয়ে কেন উদ্বিগ্ন আমরা ?

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও USAID-এর ভারতীয় ভোটার টার্নআউট প্রকল্পের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলার তহবিল নিয়ে প্রশ্ন তুললেন, যেটি তার প্রশাসন ইতিমধ্যেই বাতিল করেছে। তিনি একে “কিকব্যাক স্কিম” বলে উল্লেখ করেছেন এবং জিজ্ঞাসা করেছেন, “আমরা ভারতের ভোটার টার্নআউট নিয়ে কেন উদ্বিগ্ন?”

শনিবার এক বক্তৃতায় ট্রাম্প বলেন, “আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি ভোটার টার্নআউটের জন্য। আমরা কেন ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? আমাদের নিজেদের ভোটার টার্নআউট দরকার।” তিনি আরও অভিযোগ করেন যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে মজবুত করার জন্য ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন একটি সংস্থাকে, যার নাম কেউ শোনেনি।

এর আগে শুক্রবারও ট্রাম্প এই তহবিলকে “কিকব্যাক স্কিম” বলে আক্রমণ করেন। তিনি বলেন, “যখন আমাদের কোনো ধারণাই থাকে না যে এই টাকা কোথায় যাচ্ছে, তখন এটা সাধারণত কিকব্যাক হয়।” ট্রাম্পের দাবি, এই তহবিল ব্যবহার করে “ভারতের নির্বাচনে কোনো এক পক্ষ নেওয়ার চেষ্টা করা হয়েছে।”
এই বিতর্কের মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রকের (MEA) মুখপাত্র রন্ধির জয়সওয়াল জানান, “মার্কিন প্রশাসনের দেওয়া তথ্য খুবই উদ্বেগজনক এবং ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।”
মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত ভারত-মার্কিন সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks