কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শিলিগুড়ি: সীমান্তের তারের বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানোই ছিল তার মূল কাজ। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই চক্রের মূল “লিংক ম্যান” বিপুল অধিকারী।
গত ২৩শে জানুয়ারি, ফুলবাড়ি সীমান্ত থেকে দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল এনজেপি থানার পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা আতাউর রহমান এবং তার আত্মীয় ফেরদৌস আলম, যিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল হাইড্রোলিক কাটারসহ সীমান্তের তার কাটার একাধিক সরঞ্জাম।
ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে হলদিবাড়ির মানিকগঞ্জের অধিকারী পাড়ার বাসিন্দা বিপুল অধিকারীর নাম। পুলিশ জানতে পারে, তিনিই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে সাহায্য করতেন এবং সীমান্ত পারাপারের মূল পরিকল্পনাকারী ছিলেন। তবে পুলিশের তৎপরতায় ধৃতদের গ্রেপ্তারের সময়ই পালিয়ে যায় বিপুল অধিকারী।
এরপর প্রায় এক মাস ধরে চিরুনি তল্লাশি চালিয়ে শুক্রবার তাকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয় এনজেপি থানার পুলিশ। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।