কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
দেবজিৎ গাঙ্গুলী :
নয়াদিল্লি: কংগ্রেসে নিজের অবস্থান এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পরিষ্কার উত্তর খুঁজছিলেন শশী থারুর। তবে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরও তার প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি বলে সূত্রের খবর।
শশী থারুর প্রকাশ্যে অবশ্য বলেছেন, “সব ঠিক আছে,” কিন্তু দলের অভ্যন্তরে পরিস্থিতি কিছুটা ভিন্ন বলেই জানা যাচ্ছে। সূত্রের দাবি, তিনি দলের মধ্যে নিজের ক্রমাগত উপেক্ষিত হওয়া এবং গুরুত্বপূর্ণ সংসদীয় বিতর্কে তাকে অন্তর্ভুক্ত না করার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন কেরালার এলডিএফ সরকারের শিল্পখাতে উন্নতি নিয়ে শশী থারুরের প্রশংসা কংগ্রেসের অন্দরে বিতর্ক সৃষ্টি করেছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের প্রশংসাও কংগ্রেসের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যা দলের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
এছাড়াও, থারুরের তৈরি অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। কেরালার আসন্ন বিধানসভা নির্বাচনে (২০২৬) তাকে কী ভূমিকা পালন করতে হবে, তা নিয়েও রাহুল গান্ধীর কাছে জানতে চান থারুর। তবে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে তাকে কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি।
শশী থারুরের দাবি, বৈঠকে তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। কেরালায় কংগ্রেসের সম্ভাব্য মুখ্যমন্ত্রী প্রার্থী হওয়া নিয়েও কোনো প্রতিশ্রুতি মেলেনি। রাহুল গান্ধী তাকে জানান, কংগ্রেস সাধারণত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে থারুর বলেন, “আমি কখনোই কারও বিরুদ্ধে অভিযোগ করিনি।” যদিও তার সাম্প্রতিক অবস্থান ও মন্তব্য দলের মধ্যে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।