কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
এই বছরের মত পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত। ক্রমশই বসন্তের আগমন বার্তা জানান দিচ্ছে বাতাসে। তার আগে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভাসবে কলকাতার সহ দক্ষিণবঙ্গ। গাঙ্গেয় বঙ্গে দুর্যোগের পূর্বাভাস! কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে আরও খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া রয়েছে। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সব মিলিয়ে উইকেন্ডে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি।