spot_img
35.7 C
Kolkata
Friday, June 13, 2025
spot_img

বন্ধের মুখে কবিগুরু ক্রীড়াঙ্গন কেন্দ্র, সমাধানের আশ্বাস জেলা পরিষদের !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

বোলপুর: বীরভূমের বোলপুরে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এসএআই)-র ‘কবিগুরু ক্রীড়াঙ্গন’ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে এটি বন্ধ করে দেওয়া হতে পারে। তবে, এই সংকটের সমাধানে আশ্বাস দিয়েছে বীরভূম জেলা প্রশাসন।

২০০৪ সালে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কেন্দ্র স্থাপিত হয়। ডাকবাংলো মাঠে ২০ বিঘা জমির উপর তৈরি করা এই ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের জন্য প্রথম পর্যায়ে ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়, পরে আরও তহবিল দেওয়া হয়।

২০০৭ সালের ২৪ অক্টোবর তৎকালীন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই সময়কার কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী মণিশঙ্কর আইয়ার এবং রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তী।
উল্লেখ এই ক্রীড়াঙ্গন মূলত চারটি খেলার প্রশিক্ষণের জন্য গড়ে ওঠে—অ্যাথলেটিক্স, বাস্কেটবল, টেবিল টেনিস ও তিরন্দাজি। তবে, পরিকাঠামোর অভাবে অ্যাথলেটিক্স বিভাগ দীর্ঘদিন আগেই বন্ধ হয়ে যায় এবং তা আর চালু হয়নি।

যদিও বর্তমানে, এখানে বাস্কেটবল, টেবিল টেনিস ও তিরন্দাজির প্রশিক্ষণ চলছে। আউটডোর ও ইনডোর স্টেডিয়াম, আধুনিক আবাসন ব্যবস্থা, ক্যান্টিনসহ খেলোয়াড়দের থাকার সুযোগ থাকলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

 

 


বীরভূম জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, ক্রীড়াঙ্গন কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে এলাকার ক্রীড়া সংস্কৃতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং সম্ভাব্য সমাধানের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এখন দেখার, প্রশাসনের উদ্যোগ এই ক্রীড়াঙ্গনকে টিকিয়ে রাখতে পারে কি না, নাকি ৩১ মার্চের পর সত্যিই বন্ধ হয়ে যাবে এই প্রশিক্ষণ কেন্দ্র।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks