spot_img
32 C
Kolkata
Saturday, May 10, 2025
spot_img

৩৭ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের পথে গোবিন্দা ও সুনীতা আহুজা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

মুম্বাই: বলিউড সুপারস্টার গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যের পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরেই তাঁরা আলাদা থাকছিলেন, এবং এবার তাঁরা আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন বলে খবর মিলেছে।

শেষবার একসঙ্গে টেলিভিশন শো-তে

এই দম্পতিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল জনপ্রিয় শো “এন্টারটেইনমেন্ট কি রাত”-এ। সেখানে গোবিন্দা স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, “সুনীতা আমার জীবনে আসার পর আমি অনেকটাই বদলে গেছি।” তবে তাঁদের ব্যক্তিগত জীবনে যে টানাপোড়েন চলছে, তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

আলাদা থাকার সিদ্ধান্ত ও সুনীতার স্বীকারোক্তি

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সুনীতা আহুজা স্বীকার করেন যে, তাঁরা বেশিরভাগ সময় আলাদা থাকছেন। “আমাদের দুটি বাড়ি রয়েছে। আমাদের অ্যাপার্টমেন্টের বিপরীতেই আমাদের একটি বাংলো আছে। আমি আমার সন্তানদের সঙ্গে অ্যাপার্টমেন্টে থাকি, আর গোবিন্দা বেশিরভাগ সময় তাঁর বাংলোতেই থাকেন।”

সুনীতা জানান, গোবিন্দার রাতের বৈঠক ও আড্ডা বেশ লম্বা হয়, এবং তিনি অনেক সময় বন্ধুদের নিয়ে দীর্ঘক্ষণ গল্পে মেতে থাকেন। তবে তাঁদের দূরত্বের কারণ শুধুই জীবনযাত্রার পার্থক্য, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন

খবর অনুযায়ী, গোবিন্দার ৩০ বছর বয়সী এক মারাঠি সহ-অভিনেত্রীর সঙ্গে বাড়তে থাকা ঘনিষ্ঠতাই তাঁদের সম্পর্কে ফাটল ধরিয়েছে। যদিও এই বিষয়ে গোবিন্দা বা সুনীতা কেউই সরাসরি কোনও মন্তব্য করেননি, তবে তাঁদের দূরত্বের কারণ হিসেবে এই বিষয়টিও উঠে আসছে।

সুনীতার মন্তব্য: ‘আগে আমি নিরাপদ অনুভব করতাম, এখন আর করি না’

সাক্ষাৎকারে সুনীতা আরও জানান, অতীতে তিনি রবীনা ট্যান্ডন ও করিশ্মা কাপুরের মতো অভিনেত্রীদের সঙ্গে গোবিন্দার কাজ করা নিয়ে কখনও চিন্তা করেননি, কারণ সে সময় গোবিন্দা ব্যস্ততার চাপে ছিলেন। কিন্তু এখন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং কাজের চাপ কমায়, তিনি স্বামীকে নিয়ে কিছুটা সন্দিহান বোধ করছেন।

তিনি মজার ছলে বলেন, “যখন তিনি তরুণ ছিলেন, তখন এত ব্যস্ত থাকতেন যে সম্পর্কে জড়ানোর সময় পেতেন না। কিন্তু এখন, তিনি অনেকটাই ফাঁকা সময় পান, তাই আমি চিন্তিত!”

দাম্পত্যের দীর্ঘ ৩৭ বছর ও অনিশ্চিত ভবিষ্যৎ

গোবিন্দা ও সুনীতা ১৯৮৭ সালের ১১ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুটি সন্তান রয়েছে—যশবর্ধন আহুজা ও টিনা আহুজা। যদিও তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা চলছে, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি

ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, গোবিন্দা ও সুনীতা আহুজা কবে এই গুঞ্জন নিয়ে সরকারি বিবৃতি দেবেন। তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে গড়াবে, সেটাই এখন দেখার বিষয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks