কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
পশ্চিমবঙ্গে বিজেপির ৩২ জন নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এই তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ, জেলা সভাপতি, রাজ্য কমিটির সদস্যসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা।
নিরাপত্তা প্রত্যাহার হওয়া নেতাদের তালিকায় রয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা, বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ, বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর, এবং রাজ্য নেতা শঙ্কুদেব পাণ্ডা।
এছাড়াও, তালিকায় রয়েছেন উলুবেড়িয়ার সাংসদ পদপ্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, আরামবাগের সাংসদ পদপ্রার্থী অরূপকান্তি দিগর, এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস।
অন্যদিকে এই সিদ্ধান্তকে ঘিরে বিজেপির রাজ্য নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত দলীয় নেতাদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে।
বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রত্যাহার করলে অনেক নেতা সমস্যায় পড়তে পারেন।”
অপরদিকে , তৃণমূল কংগ্রেসের মতে, বিজেপি অহেতুক ইস্যু তৈরি করছে। তৃণমূলের এক নেতা বলেন, “যদি কারও প্রকৃত নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।”
পাসাপসী কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে বিজেপির একাধিক নেতার নিরাপত্তা প্রত্যাহার ভোটের কৌশলের অংশ কি না, তা নিয়েও চলছে আলোচনা।
এই পরিস্থিতিতে, নিরাপত্তা ফিরে পাওয়ার দাবিতে বিজেপি কেন্দ্রের সঙ্গে আলোচনায় যেতে পারে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্তে কি কোনও পরিবর্তন হয়, নাকি নেতাদের নিজস্ব ব্যবস্থাপনাতেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রাজ্যের যেসব বিজেপি নেতার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল তাঁদের তালিকা :-
১) তপশিলি জাতি-উপজাতির জাতীয় কমিশনের সহ-সভাপতি অরুণ হালদার
২) কোচবিহারে বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন
৩) দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস
৪) বিজেপির রাজ্য নেতা অজয় রায়
৫) নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস
৬) উলুবেড়িয়ার সাংসদ পদপ্রার্থী অরুণোদয় পাল চৌধুরী
৭) আরামবাগের সাংসদ পদপ্রার্থী অরূপকান্তি দিগর
৮) দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও মাজিলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অশোক কাণ্ডারী
৯) জগদীশপুরের বিজেপি নেতা অশোক পুরকায়স্থ
১০) দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা মন্দির ব্রজ
১১) উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার
১২) বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ তিরকে
১৩) বিজেপির রাজ্য যুগ্ম আহ্বায়ক দেবব্রত বিশ্বাস
১৪) ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দেবাংশু পাণ্ডা
১৫) বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর
১৬) বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ
১৭) দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা দীপক হালদার
১৮) বিজেপির রাজ্য নেতা জয়দীপ ঘোষ
১৯) বিজেপির রাজ্য নেতা জীবেশচন্দ্র বিশ্বাস
২০) আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা
২১) বিজেপি নেতা লোকনাথ চট্টোপাধ্যায়
২২) মুর্শিদাবাদের বিজেপি নেতা নির্মল সাহা
২৩) মুর্শিদাবাদের বিজেপি নেতা নিভাস
২৪) রাজ্যের বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়
২৫) বিজেপির রাজ্যের আহ্বায়ক পলাশ রানা
২৬) বোলপুরের বিজেপি সাংসদ পদপ্রার্থী পিয়া সাহা
২৭) ঝাড়গ্রামের বিজেপি নেতা প্রণত টুডু
২৮) বিজেপি নেত্রী প্রণতি মাঝি
২৯) বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল
৩০) বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পাণ্ডা
৩১) ঘাটালের বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস
৩২) কোচবিহার জেলার সাধারণ সম্পাদক তাপস দাস