কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
ফুলবাড়ি: ফুলবাড়ি এলাকায় একের পর এক চুরির ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এবং এলাকায় বাড়তি নজরদারি শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে টহল দেওয়ার সময়, এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। কাশ্মীর কলোনির একটি মাঠ থেকে ধরা পড়েছে মেহবুব আলম (কালিংগিনি), সায়ন মালাকার (কাশ্মীর কলোনি), এবং বসন্ত কুমার রায় (নৌকাঘাট)।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ও চুরির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম। সন্দেহ করা হচ্ছে, তারা চুরি বা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।
বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। তদন্তের মাধ্যমে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।