spot_img
32 C
Kolkata
Saturday, May 10, 2025
spot_img

দ্রুত সম্প্রসারিত হতে চলেছে কালিয়াগঞ্জ – বুনিয়াদপুর ও বালুরঘাট – হিলি রেলপথ !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

বালুরঘাট: উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। কালিয়াগঞ্জ – বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হতে চলেছে। পাশাপাশি বালুরঘাট – হিলি রেলপথের সম্প্রসারণের কাজও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

এক সাথে সুকান্ত মজুমদার জানান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই প্রকল্পগুলির বিষয়ে অবহিত করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী চিঠি দিয়ে জানিয়েছেন, বালুরঘাট – হিলি রেল প্রকল্পের অধিগৃহীত জমিতে রেললাইন পাতার কাজ শুরু করা হবে এবং বাকি জমি অধিগ্রহণের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে।

অপরদিকে, কালিয়াগঞ্জ – বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। ফলে খুব শীঘ্রই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।

সুকান্ত মজুমদার ও রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে রেলমন্ত্রী চিঠির মাধ্যমে আশ্বস্ত করেছেন যে, এই দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের যাত্রী ও পণ্য পরিবহণ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে যাবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কাজ শেষ করার দাবীও তুলেছেন। রেল সম্প্রসারণ হলে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই আশা করা হচ্ছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks