spot_img
38 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

নন্দনে ফরাসি চলচ্চিত্র উৎসবে গৌতম ঘোষের ‘রাগীর’-এর উষ্ণ সংবর্ধনা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

লকাতার নন্দনে অনুষ্ঠিত ফরাসি চলচ্চিত্র উৎসবে সমালোচকদের প্রশংসা এবং উচ্ছ্বসিত সংবর্ধনা লাভ করল গৌতম ঘোষের হিন্দি চলচ্চিত্র ‘রাগীর’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ, পরিচালক ও অভিনেতা গৌতম ঘোষ, প্রযোজক অমিত আগরওয়াল, অ্যালায়েন্স ফ্রাঁসেস ডু বেঙ্গলের পরিচালক নিকোলাস ফ্যাসিনো, কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল দিদিয়ের তালপেইন-সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। ছবিটির প্রযোজনা সংস্থা আদর্শ টেলিমিডিয়া আন্তর্জাতিক ও জাতীয় চলচ্চিত্র উৎসবের মাধ্যমে সফল যাত্রা অব্যাহত রেখেছে।

রাগীর: মানবতা ও করুণার প্রতিচ্ছবি

আদিল হুসেন, তিলোত্তমা শোম এবং নীরজ কবির অসাধারণ অভিনয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ছবিটি মানবতা ও করুণার গভীর বার্তা বহন করে, যা ক্রমবর্ধমান অমানবিক ও অসহিষ্ণু বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

গৌতম ঘোষ এক আন্তরিক ভাষণে বলেন,
“আমি যখনই কিছু তৈরি করি, তা অন্তরের তাগিদ ও স্পষ্ট উদ্দেশ্য থেকে আসে। ‘রাগীর’ মানবতা ও করুণার কথা বলে, আমি সকলকে এই সিনেমাটিক যাত্রায় আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাই।”

নাসিরুদ্দিন শাহ ছবিটির গভীরতা তুলে ধরে বলেন, ‘রাগীর’ ও ‘পার’-এর মধ্যে আবেগের গভীর সংযোগ রয়েছে। তাঁর মতে, ছবিটি বর্তমান প্রেক্ষাপটে আরও বেশি প্রাসঙ্গিক।

আন্তর্জাতিক স্বীকৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা

প্রযোজক অমিত আগরওয়াল ‘রাগীর’-এর আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,
“বিশ্বব্যাপী দর্শকদের ভালোবাসা পেয়ে আমরা অভিভূত। গৌতম ঘোষ একজন মাস্টার নির্মাতা, এবং তাঁর সঙ্গে কাজ করাটা সম্মানের। ছবিটি শিগগিরই আরও বেশি দর্শকের কাছে পৌঁছবে।”

তিনি আরও যোগ করেন,
“‘রাগীর’-এর দীর্ঘ শেল্ফ লাইফ রয়েছে। এটি প্রমাণ করে যে ভালো সিনেমা সর্বদা দর্শক খুঁজে পায়। নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তি অভিনেতার যুক্ত হওয়া আমাকে ভবিষ্যতে আরও অর্থবহ প্রকল্প গ্রহণের অনুপ্রেরণা দিয়েছে।”

গ্রামীণ প্রেক্ষাপটে শুটিং ও বাস্তব অভিজ্ঞতা

ঝাড়খণ্ডের গ্রামীণ প্রেক্ষাপটে শুটিং করার অভিজ্ঞতা সম্পর্কে গৌতম ঘোষ বলেন,
“স্থানীয় গ্রামবাসীরা প্রায়শই অভিনেতাদের বাস্তব জীবনের মানুষ ভেবে ভুল করত, যা অভিনয়ের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলে।”

নন্দনে ফরাসি চলচ্চিত্র উৎসবে ভারতীয় মাস্টারপিসের সমাহার

এবারের ফরাসি চলচ্চিত্র উৎসবে ‘রাগীর’-এর পাশাপাশি ‘ঘরে বাইরে’, ‘খারিজ’, ‘মন্থন’, ‘হাজারোঁ খোয়াইশেঁ অ্যায়সি’, ‘মান্টো’-র মতো ভারতীয় মাস্টারপিস প্রদর্শিত হয়।

অ্যালায়েন্স ফ্রাঁসেজ ডু বেঙ্গালের পরিচালক নিকোলাস ফ্যাসিনো বলেন,
“গৌতম ঘোষের চলচ্চিত্র ভারতীয় গল্প বলার ঐতিহ্য বহন করে, এবং ‘রাগীর’ তারই একটি উজ্জ্বল উদাহরণ। আমরা এই ছবিটি প্রদর্শন করতে পেরে গর্বিত।”

বিশ্ব চলচ্চিত্র উৎসবে ‘রাগীর’-এর জয়যাত্রা

ইতিমধ্যেই ছবিটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মামি-মুম্বাই চলচ্চিত্র উৎসব, সিনেমাএশিয়া চলচ্চিত্র উৎসব (আমস্টারডাম), কিফ-কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আইএফএফকে-কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

ফরাসি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার মাধ্যমে ‘রাগীর’ তার গৌরবময় যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পালক যোগ করল, যা বিশ্বব্যাপী চলচ্চিত্রপ্রেমীদের মন ছুঁয়ে যাচ্ছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks