কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য রাস্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি, কিছু রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় প্রশাসন নিশ্চিত করতে চাইছে যে পড়ুয়াদের যাতায়াতে কোনও বাধার সৃষ্টি না হয়।
পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে – ৯৪৩২৬ ১০০৩৯। পরীক্ষার সময় কোনও সমস্যার সম্মুখীন হলে পড়ুয়ারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও, জরুরি পরিস্থিতিতে ১০০ নম্বরে ফোন করেও সাহায্য চাওয়া যাবে।
পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি জাভেদ শামিম জানিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, আগামীকাল কিছু রাজনৈতিক দলের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে, পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেজন্য রাজ্যের প্রতিটি জেলার এসপিদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং যেকোনও পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যেসব রাজনৈতিক দল আগামীকাল কর্মসূচি রেখেছেন, তাঁদের অনুরোধ করা হচ্ছে যাতে পরীক্ষার্থীদের স্বার্থ সবার আগে রাখা হয়। যদি কোনও ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তবে কড়া পদক্ষেপ নেওয়া হবে।