কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
জোকার সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে উন্নত চিকিৎসা পরিকাঠামোর আরও একটি অধ্যায় যুক্ত হলো। ভারত সেবাশ্রম সংঘ হসপিটালে আধুনিক নিউরো অ্যাডভান্স ১.৫ টেসলা এমআরআই মেশিন স্থাপন করা হয়েছে, যা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হবেন।
সুন্দরবন, গোসাবা, গঙ্গাসাগরসহ একাধিক অঞ্চলের বাসিন্দারা এই অত্যাধুনিক এমআরআই পরিষেবা লাভ করতে পারবেন। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ জানিয়েছেন, এই এমআরআই পরিষেবা সর্বনিম্ন মূল্যে প্রদান করা হবে, যাতে সকল শ্রেণির মানুষ সহজেই এই সুবিধা পেতে পারেন।
শুধু এমআরআই-ই নয়, উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার দিকেও নজর দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের মহারাজ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।