কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
বিহারের অরাজক পরিবেশে পুলিশের কর্মীরাও হত্যার শিকার হচ্ছেন। আর সেই বিহার থেকেই বারবার পশ্চিমবঙ্গে নাশকতার ছক কষা হচ্ছে। তবে বাংলার পুলিশের কড়া নজরদারির ফলে একাধিক অস্ত্রসহ এক দুষ্কৃতী ধরা পড়ল। তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে, বিহার থেকে আনা অস্ত্রগুলি কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল।
সোমবার ভোরে, হাটেবাজারে এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে ঢোকার সময় এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) কর্মীরা হাসান শেখ নামে এক যাত্রীকে গ্রেপ্তার করে। তার ব্যাগ খুলতেই জামা কাপড়ে মুড়ে রাখা একাধিক আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। প্রতিবেশী রাজ্য থেকে অস্ত্র প্রবেশ ঠেকানোয় রাজ্য পুলিশের একটি বড় সাফল্য এটি। হাসান শেখকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ।
এসটিএফ সূত্রে জানা গেছে, বিহার থেকে অস্ত্র আনার গোপন তথ্য আগেই পুলিশের কাছে ছিল। বিহারের খাগাড়িয়া থেকে অস্ত্র নিয়ে মানসি জংশন স্টেশন থেকে হাটেবাজারে এক্সপ্রেসে ওঠে হাসান শেখ। তখন থেকেই তার উপর নজর রাখা হয় এবং শিয়ালদহে নামতেই তাকে গ্রেপ্তার করা হয়।
আটক দুষ্কৃতীর কাছ থেকে ৪টি সেভেন এমএম পিস্তল এবং একটি ওয়ান শাটার পিস্তল উদ্ধার হয়েছে। তার বাড়ি মালদহে। এসব অস্ত্র নিয়ে তার কী ধরনের পরিকল্পনা ছিল, তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া, এই অস্ত্রের মাধ্যমে সে কি পাচারকারী ছিল, তাও তদন্ত করা হবে।