কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের আবহে আবারও অস্বস্তিতে পড়ল বিজেপি। এমন পরিস্থিতিতে, দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের নৈশভোজের রাতেই দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় ছড়িয়ে পড়ল বিতর্কিত পোস্টার।
ঢাকুরিয়ায় বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়সহ একাধিক জায়গায় এসব পোস্টার দেখা যায়।
পোস্টারে বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং জেলা জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং-এর ছবি সংযুক্ত করা হয়েছে। তবে পোস্টারের বিতর্কিত মন্তব্য ঘিরে দলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিজেপির অন্দরেই কি বাড়ছে ক্ষোভ, নাকি এটি বিরোধীদের চাল? সব মিলিয়ে, বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে।