কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শেষ হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ প্রস্তুতি, টানা পরীক্ষা আর উত্তেজনার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষ হতেই শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে দেখা গেল উৎসবের আবহ। রঙিন আবির খেলায় মাতল ছাত্রছাত্রীরা, যেন আগাম হোলি উদযাপন!
হাসিমুখে পরীক্ষার্থীরা
গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা, যা ১৮ মার্চ শেষ হয়। মঙ্গলবার, শেষ পরীক্ষা শেষে শিলিগুড়ির বিভিন্ন কেন্দ্র থেকে খুশির হাসি নিয়ে বেরিয়ে আসে ছাত্রছাত্রীরা। পরীক্ষা নিয়ে টেনশন কেটে যাওয়ায় অনেকেই আনন্দ প্রকাশ করতে শুরু করে, আর তাতেই শুরু হয় আবির খেলা। বন্ধুদের সঙ্গে উল্লাসে মেতে ওঠে পরীক্ষার্থীরা, ক্যামেরাবন্দি হয় একাধিক মুহূর্ত।
অভিভাবকদের স্বস্তি
এদিন পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী দিপর্ণা নিয়োগী জানায়, “পরীক্ষার জন্য যেমন প্রস্তুতি নিয়েছিলাম, প্রশ্নপত্রও তেমনই এসেছে। আশাবাদী ভালো ফল হবে।”
অন্যদিকে, অভিভাবক অপর্ণা নিয়োগী জানান, “মেয়ের পরীক্ষা ভালো হওয়ায় আমরা খুব খুশি। অবশেষে চাপ কাটিয়ে একটু স্বস্তি পেল পরিবার। এখন কোথায় বেড়াতে যাওয়া হবে, তাই নিয়েই চলছে পরিকল্পনা!”
উৎসবের আমেজ
শিলিগুড়ির একাধিক পরীক্ষা কেন্দ্রের সামনে মঙ্গলবার দুপুরে পরীক্ষার্থীদের এই আনন্দ-উৎসব নজর কাড়ে পথচারীদেরও। এক অভিভাবক বলেন, “একসময় আমরাও এমন করতাম! পরীক্ষার চাপের পর এমন আনন্দ সত্যিই দরকার।”
সব মিলিয়ে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে শিলিগুড়ির পরীক্ষার্থীদের এই রঙিন উদযাপন ছিল খুশির বার্তা। এবার অপেক্ষা শুধু ফলাফলের। কিন্তু তার আগে একটু আনন্দ তো করাই যায়!