কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শিলিগুড়ি পুরনিগমে মঙ্গলবার অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। পুরনিগমের মূল শোভাকক্ষে আয়োজিত এই অধিবেশনে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এমএমআইসি ও বোরো চেয়ারপারসনরা। এছাড়াও, বিরোধীদলের সমস্ত কাউন্সিলররাও এই অধিবেশনে অংশগ্রহণ করেন।
বাজেট উপস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা
এদিনের অধিবেশনে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট এবং ২০২৪-২৫ সালের সংশোধিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরনিগম ৪৫২টি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে, যার মোট ব্যয় ৭৫ কোটি ৪৪ লক্ষ ৫৭ হাজার ২৬৯ টাকা।
উন্নয়নমূলক প্রকল্প
মেয়র জানান, এই প্রকল্পগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—
✅ শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন
✅ রাস্তা, কালভার্ট ও ভবন নির্মাণ
✅ নাগরিক সুযোগ-সুবিধার সম্প্রসারণ ও আধুনিকীকরণ
তিনি আরও বলেন, এই সমস্ত প্রকল্প শিলিগুড়ির পরিকাঠামোগত উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
বিরোধীদের প্রতিক্রিয়া
বিরোধী দলগুলির কাউন্সিলররা এই অধিবেশনে অংশ নিলেও, কিছু বিষয়ে তাঁদের তরফে প্রশ্ন ওঠে। বাজেট বাস্তবায়ন ও নির্দিষ্ট কিছু প্রকল্পের স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়।
সব মিলিয়ে, এবারের বাজেট অধিবেশন শিলিগুড়ির সামগ্রিক উন্নয়নের রূপরেখা স্পষ্ট করেছে। আগামী অর্থবর্ষে নতুন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে শহরের পরিকাঠামো আরও মজবুত হবে বলে আশাবাদী পুরনিগম কর্তৃপক্ষ।