কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
বাঙালির প্রিয় দীঘায় এবার যুক্ত হলো এক নতুন চমক। দীঘা স্টেশনের পাশেই গড়ে উঠেছে এক অনন্য রেস্টুরেন্ট, যা দেখতে অবিকল একটি ট্রেনের কামরার মতো। পর্যটকদের জন্য এই অভিনব ট্রেন থিম রেস্টুরেন্ট এখন বড় আকর্ষণ হয়ে উঠেছে।
ট্রেনের পরিত্যক্ত কামরায় জমজমাট রেস্টুরেন্ট,একটি পুরনো ট্রেনের কামরাকে নতুনভাবে রূপান্তরিত করে এটি রেস্টুরেন্ট হিসেবে গড়ে তোলা হয়েছে। স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে অবস্থিত এই রেস্টুরেন্টে ট্রেনের কামরায় বসেই উপভোগ করা যাবে সুস্বাদু খাবার। বিরিয়ানি, চিলি চিকেন, তন্দুরি, বার্গারসহ নানা ফাস্টফুডের স্বাদ নিতে পারবেন পর্যটকরা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টটি ভ্রমণপিপাসুদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা এনে দেবে।পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা
রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজের পরিচালনায় গড়ে উঠেছে এই অভিনব খাবার কেন্দ্রটি। এটি রেলের একটি বিশেষ উদ্যোগ, যেখানে একদিকে সৌন্দর্যায়নের পাশাপাশি পর্যটকদের জন্য নতুন এক অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে কাজ করা হয়েছে। ট্রেনের কামরায় বসে খাবার খাওয়ার আনন্দ নিতে পারবেন পর্যটকরা, যা দীঘার ভ্রমণ অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলবে।
রেস্টুরেন্টটি উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়ছে। রেলের অব্যবহৃত একটি বগিকে সম্পূর্ণ নতুন চেহারা দিয়ে তৈরি করা এই রেস্টুরেন্ট এখন দীঘার অন্যতম আকর্ষণ।
দিনের পর দিন দীঘায় পর্যটকদের সংখ্যা বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে নতুন নতুন আকর্ষণ। এই ট্রেন থিম রেস্টুরেন্টটি নিঃসন্দেহে দীঘায় আগত পর্যটকদের জন্য অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠবে। দীঘায় এলে একবার অবশ্যই ঘুরে দেখুন এই অভিনব ট্রেন রেস্টুরেন্ট!