কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
শিলিগুড়ি:ভারতে খেলাধুলা ভিত্তিক সিনেমার ঐতিহ্য দীর্ঘদিনের। উত্তম কুমারের ‘ধন্যি মেয়ে’ থেকে শুরু করে ‘কোনি’—এসব ছবির সংলাপ আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। বিশেষ করে, “ফাইট কোনি ফাইট” সংলাপটি বাংলার ক্রীড়াপ্রেমীদের কাছে এক বিশেষ অনুপ্রেরণা। তবে সাম্প্রতিক বছরগুলিতে খেলাধুলা ভিত্তিক সিনেমার জগৎ মূলত দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ থেকেছে।
শিলিগুড়িতে প্রথমবার আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব ,কলকাতার পর এবার উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে রঙ্গন মজুমদার জানান, আগামী ২১শে মার্চ থেকে ২৩শে মার্চ পর্যন্ত শহরের ঐতিহ্যবাহী দীনবন্ধু মঞ্চে চলবে এই বিশেষ চলচ্চিত্র উৎসব।
৬টি দেশের ১২টি সিনেমা, দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশ,এই উৎসবে ছয়টি দেশের মোট ১২টি ক্রীড়াভিত্তিক সিনেমা প্রদর্শিত হবে। দর্শকদের জন্য বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ থাকছে, তবে আগেভাগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আয়োজকরা মনে করছেন, ক্রীড়া ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব একটি বিরল অভিজ্ঞতা এনে দেবে।
উদ্বোধন করবেন ছয়বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত টিভি রবিচন্দন ,উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছয়বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা টিভি রবিচন্দন। তাঁর উপস্থিতি এই ফিল্ম ফেস্টিভ্যালকে এক বিশেষ মাত্রা দেবে বলে আশা করছেন আয়োজকরা।
এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে ক্রীড়া ও সিনেমার এক অনন্য সংযোগ ঘটবে, যা উত্তরবঙ্গের সংস্কৃতিমনস্ক দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে।