কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
বিশ্বভারতীর প্রশাসনিক টানাপোড়েন কাটিয়ে এবার স্থায়ী উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়। অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর সর্বোচ্চ প্রশাসনিক পদে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন। দীর্ঘদিন ধরে অস্থায়ী উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চললেও এবার সেই অনিশ্চয়তার অবসান ঘটল।
কৃষি বিজ্ঞানের প্রাক্তনী থেকে বিশ্বভারতীর সর্বোচ্চ পদে ,অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর কৃষি বিজ্ঞানের প্রাক্তনী। শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ICAR/NIBSM-এর উপাচার্য হিসেবে রায়পুরে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনের দায়িত্ব কাঁধে তুলে নিলেন।
একইসাথে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ঘোষ বলেন, **”বিশ্বভারতী কেবলমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি রবীন্দ্রনাথের ভাবনা ও দর্শনের প্রতিফলন। এখানকার শিক্ষা ও গবেষণার কাঠামোকে আরও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য।” **তিনি ছাত্রছাত্রী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরির আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা, গবেষণার সুযোগ বৃদ্ধি করা এবং বিশ্বভারতীর ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য।
অপরদিকে বিশ্বভারতীর দীর্ঘদিনের প্রশাসনিক অস্থিরতার পর অধ্যাপক ঘোষের নিয়োগে বিশ্ববিদ্যালয় চত্বরে আশার সঞ্চার হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর অভিজ্ঞ নেতৃত্বে বিশ্বভারতী আরও শক্তিশালী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন সকলেই।