কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সবুজ সাথী’-র কয়েকশো সাইকেল বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে ঝাড়গ্রাম কৃষক বাজারে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সাইকেলগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।
ঝাড়গ্রাম কৃষক বাজারের এক কোণে অযত্নে পড়ে রয়েছে এই সাইকেলগুলো। ধুলোর পুরু আস্তরণ জমেছে, মরচে পড়ে গেছে বেশিরভাগ সাইকেলের গায়ে, অনেকগুলো আগাছায় ঢাকা পড়ে গেছে। প্রশ্ন উঠছে— কেন এতগুলো সাইকেল এভাবে পড়ে আছে? কেন এখনো পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয়নি?
প্রসঙ্গত, ‘সবুজ সাথী’ প্রকল্প রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক উদ্যোগ, যা ২০১৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। নবম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার সুবিধার্থে সাইকেল দেওয়ার কথা ছিল এই প্রকল্পের মাধ্যমে। স্কুল থেকে আবেদনপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়, সেখান থেকে অনুমোদন মিললে সাইকেল জেলা হয়ে ব্লক অফিসে, এবং সেখান থেকে স্কুলে পৌঁছানোর কথা।
২০১৫ সাল থেকে নিয়মিত এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা সাইকেল পেয়েছে, অথচ এখনো কেন এতগুলো সাইকেল অব্যবহৃত অবস্থায় পড়ে আছে? কেন বিতরণ করা হলো না? এর দায় জেলা প্রশাসন এড়াতে পারে কি? এই অব্যবস্থাপনার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। প্রশাসনের গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।