কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
ঝাড়খণ্ডের মাদক পাচার চক্র ও তার সঙ্গে জড়িত দুই ভয়ঙ্কর মাফিয়া গ্যাং—এই কাহিনিকে কেন্দ্র করে তৈরি অ্যাকশন-থ্রিলার ‘ব্রহ্মার্জুন’-এ আবারও একসঙ্গে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্ত ও রোহন ভট্টাচার্যকে।
মে মাসে মুক্তি পাবে ‘ব্রহ্মার্জুন’
MS Films ব্যানারে প্রযোজক মীনা শেঠী মন্ডলের প্রযোজনায় এবং পরিচালক সৌভিক দে-র পরিচালনায় ছবিটি আগামী মে মাসে মুক্তি পেতে চলেছে। অ্যাকশন-নির্ভর এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অনিন্দ্য ও রোহনের পাশাপাশি রয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, অমিত শেঠী, সুদীপ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।
পোস্টার প্রকাশ অনুষ্ঠানে তারকারা
সম্প্রতি নন্দন চত্বরে অবস্থিত ঐতিহ্যবাহী রানু ছায়া মঞ্চে প্রকাশিত হলো ছবির পোস্টার। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৌভিক দে, প্রযোজক মীনা শেঠী মন্ডল এবং ছবির প্রধান তিন অভিনেতা। ছবির পোস্টার উন্মোচনের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে, আর সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ব্রহ্মার্জুন’-এর মুক্তির জন্য।